অত্র মাদরাসাটি টাংগাইল জেলার বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের) টেংগুরিয়াপাড়া নামক গ্রামে মনোরম পরিবেশে ৬.৪১ একর জমির মধ্যে অখন্ড মোট ৯২ শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত। |
উপরে উল্লেখিত সংশ্লিষ্ট লিংটির জন্য বিস্তারিত যে সব প্রয়োজনিয় তথ্য দরকার তাহা আমার কাছে এই মূহুর্তে না থাকার কারনে তথ্য সংগ্রহ ও আপলোডের কাজ অব্যহত আছে,। বিষয় ভিত্তিক তথ্য পাওয়া মাত্রই বিস্তারিত বাভে আমরা জানাতে পারব।
আমাদের পোর্টাল ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ।
অত্র প্রতিষ্ঠানটি টাংগাইল জেলার অর্ন্তগত বাসাইল উপজেলাধীন ৯নং হাবলা ইউনিয়নের টেংগুরিয়াপাড়া গ্রামে অবস্তিত। মাদরাসাটি ১৯৬১ খ্রীঃ মরহুম আলহাজ্ব কছিম উদ্দিন চৌধুরী ও মরহুম মাওঃ আঃ হাই সালাফি সাহেব দ্বয়ের নেত্বত্বে ও অত্র এলাকার সর্বস্তরের মানুষের আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠা লাভ করে। পরে ১৯৬৮ইং সালে দাখিল ও আলিম মাদরাসা হিসাবে স্বীকৃতি প্রাপ্ত হয়। অতঃপর ১৯৮৯ খ্রীঃ ফাজিল মাদরাসা হিসাবে স্বীকৃতি লাভ করে। এলাকার মধ্যে একটি ঐতিহ্যবাহী মাদরাসা। ২০০৩-০৪ অর্থ বছরে ফ্যাসিলিটিজ বিভাগের অর্থায়নে একটি পাকা ইমারত স্থাপিত হয়। এই মাদরাসা হতে অনেক অধ্যক্ষ, অধ্যাপক, ডাক্তার, সরকারী প্রথম শ্রেণির কর্মকর্তা ও প্রকৌশলীর মত ক্ষ্যাতনামা ব্যক্তি তৈরি হয়েছে। প্রতিষ্ঠা লগ্ন থেকেই এখানে প্রতি বছর নিয়মিত ভাবে শীতকালে বিশাল বাৎসরিক ধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এ বৎসর অত্র মাদরাসার সুযোগ্য অধ্যক্ষ আবুল ফজল মোহাম্মদ আব্দুল করিম (এম.এম.বি.এ. অনার্স, এম.এ.) কে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডঃ আ আরেফিন সিদ্দিকী বাসাইল উপজেলা সম্মেলন কক্ষে উপহার প্রদান করেন। বিগত বৎসর আলিম শ্রেণি হতে ৩৮ জন ছাত্র-ছাত্রী উত্তীর্ণ হয়েছে পাশের হার শতভাগ। তন্মধ্যে ০৭জন জিপিএ ৫ প্রাপ্ত হয়েছে।
ক্রমিক নং | নাম | পদবী |
1) | অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি), টাংগাইল। | সভাপতি |
2) | জনাব মো. আনিছুর রহমান চৌধুরী | সহ-সভাপতি |
3) | "মো. জহিরুল ইসলাম | অভিভাবক সদস্য |
4) | "মো. আব্দুর রহিম | অভিভাবক সদস্য |
5) | "মো. শওকত হোসেন | অভিভাবক সদস্য |
6) | "মো. লোকমান হোসাইন | শিক্ষক প্রতিনিধি |
7) | জনাবানাজমা সুলতানা | শিক্ষক প্রতিনিধি |
8) | জনাব মো. সাইফুল ইসলাম | শিক্ষক প্রতিনিধি |
9) | "উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বাসাইল | বিদ্যোৎসাহী সদস্য |
10) | "মো. রেজাউল করিম, সহযোগী অধ্যাপক উদ্ভিদ বিদ্যা বিভাগ, সরকারী সা’দত কলেজ করটিয়া | বিদ্যোৎসাহী সদস্য |
11) | "মৌলভী আবুল কাশেম আনছারী | বিদ্যোৎসাহী সদস্য |
12) | "ডাঃ মোঃ রুকনুজ্জামান | চিকিৎসক সদস্য |
13) | "মো. আব্দুর বছির | দাতা সদস্য |
14) | "মো. আনিছুর রহমান | প্রতিষ্ঠাতা সদস্য |
15) | অধ্যক্ষ, হাবলা টেংগুরিয়াপাড়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা | সদস্য সচিব |
পাবলিক পরীক্ষার ফলাফলঃ
পরীক্ষার নাম | সাল | মোট পরীক্ষার্থী | পাশের সংখ্যা | অকৃতকার্য | পাশের হার |
দাখিল | ২০০৭ | ১৫জন | ১৪জন | ১জন | ৯৩.৩৩% |
দাখিল | ২০০৮ | ১৫ জন | ১৪ জন | ০১জন | ৯৩.৩৩% |
দাখিল | ২০০৯ | ১৭ জন | ১৪ জন | ০৩ জন | ৮২.৩৫% |
দাখিল | ২০১০ | ১৭ জন | ১৩জন | ০৪ জন | ৭৬.৪৭% |
দাখিল | ২০১১ | ৩৪ জন | ৩২ জন | ০২ জন | ৯৪.১২% |
আলিম | ২০০৭ | ২৪ জন | ১৯জন | ০৫জন | ৭৯.১৭% |
আলিম | ২০০৮ | ২২জন | ২০জন | ০২জন | ৯০.৯১% |
আলিম | ২০০৯ | ১৮জন | ১৭জন | ০১জন | ৯৪.৪৪% |
আলিম | ২০১০ | ২৩জন | ২৩জন | - | ১০০% |
আলিম | ২০১১ | ৩৮জন | ৩৮জন | - | ১০০% |
ফাজিল | ২০০৬ | ০৮জন | ০৮জন | - | ১০০% |
ফাজিল | ২০০৭ | ১৬জন | ১৬জন | - | ১০০% |
ফাজিল | ২০০৮ | ২০জন | ১২জন | ০৮জন | ৬০% |
ফাজিল | ২০০৯ | ১৯জন | ১৭জন | ০২জন | ৮৯.৪৭% |
ফাজিল | ২০১০ | ১৫জন | ১৪জন | ০১জন | ৯৩.৩৩% |
২০০৯ সালে আলিম পরীক্ষায় ট্যালেন্টপুলে ০১জন এবং সাধারণ বৃত্তি ০১জন।
উপরে উল্লেখিত সংশ্লিষ্ট লিংটির জন্য বিস্তারিত যে সব প্রয়োজনিয় তথ্য দরকার তাহা আমার কাছে এই মূহুর্তে না থাকার কারনে তথ্য সংগ্রহ ও আপলোডের কাজ অব্যহত আছে,। বিষয় ভিত্তিক তথ্য পাওয়া মাত্রই বিস্তারিত বাভে আমরা জানাতে পারব।
আমাদের পোর্টাল ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ।
অত্র প্রতিষ্ঠানে শিক্ষার সুদীর্ঘ ইতিহাসে শিক্ষাক্ষেত্রে সকল সময় ভাল ফল অর্জন করেছে। গত ২০১১ খ্রিঃ দাখিল পরীক্ষায় ০২ জন ও আলিম পরীক্ষায় ০৭জন জি.পি.এ ৫ সহ পাশের হার শতভাগ।
উপরে উল্লেখিত সংশ্লিষ্ট লিংটির জন্য বিস্তারিত যে সব প্রয়োজনিয় তথ্য দরকার তাহা আমার কাছে এই মূহুর্তে না থাকার কারনে তথ্য সংগ্রহ ও আপলোডের কাজ অব্যহত আছে,। বিষয় ভিত্তিক তথ্য পাওয়া মাত্রই বিস্তারিত বাভে আমরা জানাতে পারব।
আমাদের পোর্টাল ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ।
বিজ্ঞান বিভাগ খোলা ও কামিল ক্লাসে উন্নীত করন। ৪তলা ভবন ও চতুরদিক প্রাচীরের পরিবেষ্টন। ছাত্রী নিবাস অধ্যক্ষ/উপাধ্যাক্ষের বাস বভন তৈরি।
উপরে উল্লেখিত সংশ্লিষ্ট লিংটির জন্য বিস্তারিত যে সব প্রয়োজনিয় তথ্য দরকার তাহা আমার কাছে এই মূহুর্তে না থাকার কারনে তথ্য সংগ্রহ ও আপলোডের কাজ অব্যহত আছে,। বিষয় ভিত্তিক তথ্য পাওয়া মাত্রই বিস্তারিত বাভে আমরা জানাতে পারব।
আমাদের পোর্টাল ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ।
ডাকঘর-টেংগুরিয়াপাড়া, উপজেলা-বাসাইল, জেলা-টাংগাইল।,
E-mail: hablatenguria.madrasha@gmail.com
উপরে উল্লেখিত সংশ্লিষ্ট লিংটির জন্য বিস্তারিত যে সব প্রয়োজনিয় তথ্য দরকার তাহা আমার কাছে এই মূহুর্তে না থাকার কারনে তথ্য সংগ্রহ ও আপলোডের কাজ অব্যহত আছে,। বিষয় ভিত্তিক তথ্য পাওয়া মাত্রই বিস্তারিত বাভে আমরা জানাতে পারব।
আমাদের পোর্টাল ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ।
উপরে উল্লেখিত সংশ্লিষ্ট লিংটির জন্য বিস্তারিত যে সব প্রয়োজনিয় তথ্য দরকার তাহা আমার কাছে এই মূহুর্তে না থাকার কারনে তথ্য সংগ্রহ ও আপলোডের কাজ অব্যহত আছে,। বিষয় ভিত্তিক তথ্য পাওয়া মাত্রই বিস্তারিত বাভে আমরা জানাতে পারব।
আমাদের পোর্টাল ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ।
উপরে উল্লেখিত সংশ্লিষ্ট লিংটির জন্য বিস্তারিত যে সব প্রয়োজনিয় তথ্য দরকার তাহা আমার কাছে এই মূহুর্তে না থাকার কারনে তথ্য সংগ্রহ ও আপলোডের কাজ অব্যহত আছে,। বিষয় ভিত্তিক তথ্য পাওয়া মাত্রই বিস্তারিত বাভে আমরা জানাতে পারব।
আমাদের পোর্টাল ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস